REALME C15 : THE MASSIVE BATTERY PHONE(REALME বাজারে আনতে চলেছে বিশাল 6000Mah এর REALME C-15 স্মার্টফোন) - TechItEasy-বাংলা

২৫ জুলাই ২০২০

REALME C15 : THE MASSIVE BATTERY PHONE(REALME বাজারে আনতে চলেছে বিশাল 6000Mah এর REALME C-15 স্মার্টফোন)


 বর্তমানে মোবাইল কোম্পানিগুলি প্রায় প্রতিদিনই নতুন নতুন মোবাইল লঞ্চ করেই চলেছে। এখন কোম্পানিগুলি এত ঘনঘন বাজারে নতুন মোবাইল নিয়ে আসছে যে, ক্রেতারা বিভ্রান্ত হয়ে পড়ছে কোনটা ছেড়ে কোনটা নেবে, এই ভেবে।এই মুহূর্তে নতুন ফোন লঞ্চ করার ইঁদুর দৌড় প্রতিযোগিতায় যে কোম্পানিটি সবথেকে বেশি এগিয়ে তার নাম হলো REALME। মাত্র কয়েকদিন আগেই কোম্পানিটি ভারতের বাজারে লঞ্চ করল বাজেট ক্যাটাগরির রিলমে C-11 স্মার্টফোন,যেটি সবেমাত্র বিক্রি শুরু হতে না হতেই আবার খবর আসছে REALME C-15 নামে আরও একটি ফোন লঞ্চ করতে চলেছে, যা সদ্য লঞ্চ হাওয়া REDMI  Note-9 কে টক্কর দেবে বলে মনে করা হচ্ছে। যদিও এই ফোনটি আগামী 28 শে জুলাই ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে,এবং আগস্টের মাঝামাঝি এই ফোনটি ভারতবর্ষে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।এখন দেখে নেওয়া যাক এই ফোনটির কি কি বিশেষত্ব রয়েছে,–
এই ফোনটির যে ফিচারস টি কোম্পানির পক্ষ থেকে সব থেকে বেশি হাইলাইট করা হচ্ছে তা হলো এর বিশাল 6000 Mah ব্যাটারী,যা ফোনটির আসল পাওয়ার হাউস। সাথে এই সুবিশাল ব্যাটারীকে চার্জ করার জন্য থাকছে 18Wক্যুইক চার্জার।যদিও ফোনটিতে Type-C পোর্ট থাকবে নাকি Micro USB পোর্ট থাকবে সেটা নিশ্চিতভাবে জানা যায়নি।
Add caption

ফোনটি পলিকার্বনেট দিয়ে তৈরি,এবং ফোনটির পিছনে অনেকটা ডয়মন্ড কাট ডিজাইনের মতো সুন্দর টেক্সচার রয়েছে,যা ফোনটিকে বেশ আকর্ষনীয় করে তুলেছে।স্কয়ারিস সেপে ফোনটির পিছনে রয়েছে আনুমানিক 13Mp+5Mp+2Mp ও 2Mp এর চার চারটি ক্যামেরা এবং ফোনটির সামনের দিকে রয়েছে 8Mp এর সেলফি ক্যামেরা।এছাড়া ফোনটিতে রয়েছে প্রায় 6.5 ইঞ্চি মাপের ওয়াটার ড্রপ নচ যুক্ত HD PLUS স্ক্রিন,যা 2.5D করনিং গরিলা গ্লাস দ্বারা আবৃত থাকবে।ট্রিপল স্লট যুক্ত এই ফোনটিতে থাকছে একইসাথে দুটি সিম ও একটি মেমোরি কার্ড লাগাবার সুবিধা। 3GB+32GB এবং 4GB+64GB এই দুই ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাওয়ার সম্ভাবনা।সমস্ত কাজ সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G-35 প্রসেসর।ফোনটি REALME UI দ্বারা চালিত হবে,যা ANDROID 10 অপারেটিং সিস্টেমকে ভিত্তিকরে তৈরি।


Realme C-15 কে সিকিউরিটি দেবার জন্য ফোনটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলকের সুবিধা।এছাড়া বাদবাকি প্রায় সবধরেন সেন্সরই থাকছে ফোনটির মধ্যে।মনে করা হচ্ছে 10000 টাকার মধ্যেই ফোনটির দাম সীমাবদ্ধ থাকবে।এদেশের বাজারে খুব শীঘ্রই ফোনটি লঞ্চ হবে,সেই আশাতেই রয়েছে REALME ভক্তরা।

1 টি মন্তব্য:

If You Have Any Doubt, queries or suggestions Please Let us Know.. please don't post any suspicious or spam link on comment box.