স্মার্টফোনের জগতে Infinix এখন একটি অতিপরিচিত নাম। খুবই অল্পদামের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা হিসেবে Infinix এখন এদেশেও বেশ প্রসিদ্ধ। দাম অল্প হলেও Infinix এর স্মার্টফোন গুলি মোটেই হেলাফেলার যোগ্য নয়,বরং খুব স্বল্প বাজেটে অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ভালো ভালো স্মার্টফোন বাজারে এনে Infinix সকলকে তাক লাগিয়ে দিয়েছে।শুধু কি স্মার্টফোন বিক্রি,Infinix এর আফটার সেল সার্ভিস ও বেশ ভালো,সারা ভারতবর্ষ জুড়ে Infinix এর প্রায় ১০০০ এর উপর সার্ভিস সেন্টার রয়েছে।
এহেন Infinix সংস্থাটি আগামী ২১শে জুলাই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে নতুন একটি আকর্ষণীয় স্মার্টফোন Infinix Smart 4 Plus , যা শুধুমাত্র Filpkart.com থেকে পাওয়া যাবে।
এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে,তাতে এই ফোনটিতে 6000 Mah এর বিশাল ব্যাটারী থাকবে,সঙ্গে থাকবে 6.82"এর HD plus সুবিশাল ডিসপ্লে।সুদর্শন পলিকার্বনেট বডি যুক্ত এই ফোনটির পিছন দিকে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর,আর 13Mp,2Mp ও 2Mp(সম্ভবতঃ) এর তিনটি ক্যামেরা, সঙ্গে ফ্লাশ তো থাকছেই। এছাড়াও Android 10 সম্বলিত এই ফোনটিতে 1.8GHz এর মিডিয়াটেক Helio A25 প্রসেসর এবং 8Mp ইউ সেপ যুক্ত সেলফি ক্যামেরা থাকবে বলে জানা যাচ্ছে। তবে ফোনটির সাথে ফাস্ট চার্জার থাকার সম্ভাবনা খুবই কম। ফোনটি 2Gb+32Gb/3Gb+32Gb/4Gb+64Gb এই তিনটি ভেরিয়েন্টে আসার কথা শোনা গেলেও ভারতের বাজারে প্রাথমিক ভাবে 3GB+32GB ভেরিয়েন্টিই আসার সম্ভাবনা প্রবল,যা ফ্লিপকার্ট এ 6999 থেকে 7999 টাকার মধ্যে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
ছবিটি ফ্লিপকার্ট থেকে প্রাপ্ত |
আর ও কোন মোবাইলের বিষয়ে জানতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।
In English:
Infinix is now a household name in the world of smartphones. Infinix is now well-known in our country as a very low-cost smartphone maker. Although the price is low, Infinix's smartphones are not at all ridiculous, but on a very low budget, Infinix has surprised everyone by bringing good and good smartphones with sophisticated features to the market. There are over 1000 service centers of this company.
Infinix is going to launch an attractive new smartphone Infinix Smart 4 Plus in the Indian market on July 21, which will be available only from Filpkart.com.
As far as we know, this phone will have a huge battery of 6000 mAh, along with a huge display of 6.82 "HD plus. The handsome polycarbonate body will have a fingerprint sensor on the back, and three of 13Mp, 2Mp and 2Mp (probably). The camera comes with a flash, a 1.8GHz MediaTek Helio A25 processor and an 8Mp U-Seap selfie camera, but the chances of having a fast charger with the phone are slim. While these three variants are rumored to be available in the Indian market, the initial 3GB + 32GB variant is likely to be available, which is expected to be available on Flipkart at Rs 6,999 to Rs 7,999.
And if you want to know more about any mobile, you must comment below.
কোন মন্তব্য নেই:
If You Have Any Doubt, queries or suggestions Please Let us Know.. please don't post any suspicious or spam link on comment box.