JIO 5G : খুব শীঘ্রই জিও আনতে চলেছে 5G পরিষেবা - TechItEasy-বাংলা

১৭ জুলাই ২০২০

JIO 5G : খুব শীঘ্রই জিও আনতে চলেছে 5G পরিষেবা

ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত

কিছুদিন আগেই ভারতবর্ষের অগ্রণী টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এর সাথে গাঁটছড়া বাঁধলো পৃথিবী বিখ্যাত প্রসেসর ও চিপসেট প্রস্তুতকারক সংস্থা কোয়ালকম।এই সংস্থাটি ৭৩০কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে জিও র প্রায় ০.১৫ শতাংশ শেয়ার ক্রয় করেছে।এখানে উল্লেখযোগ্য বিষয় এটাই, গত ২২শে এপ্রিল থেকে তেরো টি সংস্থা রিলায়েন্স জিওতে প্রায় ১লক্ষ ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে।
ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত

খবরে প্রকাশ,কোয়ালকমের ও গুগুলের সাথে জোট বেঁধে জিও খুব শীঘ্রই 5G পরিষেবা আনতে চলেছে।সেই সঙ্গে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে 5G মোবাইল,এবং নানাবিধ IOT ডিভাইস ও বাজারে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে jio সূত্রে খবর। 

বছরখানেক আগে স্বল্পমূল্যে 4G মোবাইল পরিষেবা নিয়ে এসে টেলিকম দুনিয়ায় বিপ্লব ঘটিয়েদিয়েছিল মুকেশ আম্বানির সংস্থা,এখন দেখার Jio এর হাত ধরে ভারতবর্ষে কত তাড়াতাড়ি 5G বিল্পব শুরু হয়।



In English :

Qualcomm, the world's leading processor and chipset maker, recently tied the knot with Reliance Jio, India's leading telecom company.The company has bought about 0.15 per cent stake in Jio through an investment of Rs 630 crore. It is worth mentioning here that since April 22, thirteen companies have invested around Rs 120,000 crore in Reliance Jio.

According to the news, Jio is going to bring 5G service soon by teaming up with Qualcomm and Google. At the same time, plans have been taken to bring 5G mobiles and various IoT devices within the reach of common people, according to jio sources.

 Mukesh Ambani's company revolutionized the telecom world a year ago with low-cost 4G mobile services, now let's see how quickly the 5G revolution started in India with Jio.

কোন মন্তব্য নেই:

If You Have Any Doubt, queries or suggestions Please Let us Know.. please don't post any suspicious or spam link on comment box.