TechItEasy-বাংলা

২৫ জুলাই ২০২০

REALME C15 : THE MASSIVE BATTERY PHONE(REALME বাজারে আনতে চলেছে বিশাল 6000Mah এর REALME C-15 স্মার্টফোন)
জুলাই ২৫, ২০২০1 Comments

 বর্তমানে মোবাইল কোম্পানিগুলি প্রায় প্রতিদিনই নতুন নতুন মোবাইল লঞ্চ করেই চলেছে। এখন কোম্পানিগুলি এত ঘনঘন বাজারে নতুন মোবাইল নিয়ে আসছে যে, ক্রেতারা বিভ্রান্ত হয়ে পড়ছে কোনটা ছেড়ে কোনটা নেবে, এই ভেবে।এই মুহূর্তে নতুন ফোন লঞ্চ করার ইঁদুর দৌড় প্রতিযোগিতায় যে কোম্পানিটি সবথেকে বেশি এগিয়ে তার নাম হলো REALME। মাত্র কয়েকদিন আগেই কোম্পানিটি ভারতের বাজারে লঞ্চ করল বাজেট ক্যাটাগরির রিলমে C-11 স্মার্টফোন,যেটি সবেমাত্র বিক্রি শুরু হতে না হতেই আবার খবর আসছে REALME C-15 নামে আরও একটি ফোন লঞ্চ করতে চলেছে, যা সদ্য লঞ্চ হাওয়া REDMI  Note-9 কে টক্কর দেবে বলে মনে করা হচ্ছে। যদিও এই ফোনটি আগামী 28 শে জুলাই ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে,এবং আগস্টের মাঝামাঝি এই ফোনটি ভারতবর্ষে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।এখন দেখে নেওয়া যাক এই ফোনটির কি কি বিশেষত্ব রয়েছে,–
এই ফোনটির যে ফিচারস টি কোম্পানির পক্ষ থেকে সব থেকে বেশি হাইলাইট করা হচ্ছে তা হলো এর বিশাল 6000 Mah ব্যাটারী,যা ফোনটির আসল পাওয়ার হাউস। সাথে এই সুবিশাল ব্যাটারীকে চার্জ করার জন্য থাকছে 18Wক্যুইক চার্জার।যদিও ফোনটিতে Type-C পোর্ট থাকবে নাকি Micro USB পোর্ট থাকবে সেটা নিশ্চিতভাবে জানা যায়নি।
Add caption

ফোনটি পলিকার্বনেট দিয়ে তৈরি,এবং ফোনটির পিছনে অনেকটা ডয়মন্ড কাট ডিজাইনের মতো সুন্দর টেক্সচার রয়েছে,যা ফোনটিকে বেশ আকর্ষনীয় করে তুলেছে।স্কয়ারিস সেপে ফোনটির পিছনে রয়েছে আনুমানিক 13Mp+5Mp+2Mp ও 2Mp এর চার চারটি ক্যামেরা এবং ফোনটির সামনের দিকে রয়েছে 8Mp এর সেলফি ক্যামেরা।এছাড়া ফোনটিতে রয়েছে প্রায় 6.5 ইঞ্চি মাপের ওয়াটার ড্রপ নচ যুক্ত HD PLUS স্ক্রিন,যা 2.5D করনিং গরিলা গ্লাস দ্বারা আবৃত থাকবে।ট্রিপল স্লট যুক্ত এই ফোনটিতে থাকছে একইসাথে দুটি সিম ও একটি মেমোরি কার্ড লাগাবার সুবিধা। 3GB+32GB এবং 4GB+64GB এই দুই ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাওয়ার সম্ভাবনা।সমস্ত কাজ সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G-35 প্রসেসর।ফোনটি REALME UI দ্বারা চালিত হবে,যা ANDROID 10 অপারেটিং সিস্টেমকে ভিত্তিকরে তৈরি।


Realme C-15 কে সিকিউরিটি দেবার জন্য ফোনটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলকের সুবিধা।এছাড়া বাদবাকি প্রায় সবধরেন সেন্সরই থাকছে ফোনটির মধ্যে।মনে করা হচ্ছে 10000 টাকার মধ্যেই ফোনটির দাম সীমাবদ্ধ থাকবে।এদেশের বাজারে খুব শীঘ্রই ফোনটি লঞ্চ হবে,সেই আশাতেই রয়েছে REALME ভক্তরা।

Reading Time:

১৯ জুলাই ২০২০

INFINIX SMART 4 PLUS : ইনফিনিক্স আনতে চলছে ধামকাদার নতুন স্মার্টফোন
জুলাই ১৯, ২০২০0 Comments

স্মার্টফোনের জগতে Infinix এখন একটি অতিপরিচিত নাম। খুবই অল্পদামের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা হিসেবে Infinix এখন এদেশেও বেশ প্রসিদ্ধ। দাম অল্প হলেও Infinix এর স্মার্টফোন গুলি মোটেই হেলাফেলার যোগ্য নয়,বরং খুব স্বল্প বাজেটে অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ভালো ভালো স্মার্টফোন বাজারে এনে Infinix সকলকে তাক লাগিয়ে দিয়েছে।শুধু কি স্মার্টফোন বিক্রি,Infinix এর আফটার সেল সার্ভিস ও বেশ ভালো,সারা ভারতবর্ষ জুড়ে Infinix এর প্রায় ১০০০ এর উপর সার্ভিস সেন্টার রয়েছে।

এহেন Infinix সংস্থাটি আগামী ২১শে জুলাই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে নতুন একটি আকর্ষণীয় স্মার্টফোন Infinix Smart 4 Plus , যা শুধুমাত্র Filpkart.com থেকে পাওয়া যাবে।
এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে,তাতে এই ফোনটিতে 6000 Mah এর বিশাল ব্যাটারী থাকবে,সঙ্গে থাকবে 6.82"এর HD plus সুবিশাল ডিসপ্লে।সুদর্শন পলিকার্বনেট বডি যুক্ত এই ফোনটির পিছন দিকে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর,আর 13Mp,2Mp ও 2Mp(সম্ভবতঃ) এর তিনটি ক্যামেরা, সঙ্গে ফ্লাশ তো থাকছেই। এছাড়াও Android 10 সম্বলিত এই ফোনটিতে 1.8GHz এর মিডিয়াটেক Helio A25 প্রসেসর এবং 8Mp ইউ সেপ যুক্ত সেলফি ক্যামেরা থাকবে বলে জানা যাচ্ছে। তবে ফোনটির সাথে ফাস্ট চার্জার থাকার সম্ভাবনা খুবই কম। ফোনটি 2Gb+32Gb/3Gb+32Gb/4Gb+64Gb এই তিনটি ভেরিয়েন্টে আসার কথা শোনা গেলেও ভারতের বাজারে প্রাথমিক ভাবে 3GB+32GB ভেরিয়েন্টিই আসার সম্ভাবনা প্রবল,যা ফ্লিপকার্ট এ 6999 থেকে 7999 টাকার মধ্যে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
ছবিটি ফ্লিপকার্ট থেকে প্রাপ্ত


আর ও কোন মোবাইলের বিষয়ে জানতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।


In English:

Infinix is ​​now a household name in the world of smartphones.  Infinix is ​​now well-known in our country as a very low-cost smartphone maker.  Although the price is low, Infinix's smartphones are not at all ridiculous, but on a very low budget, Infinix has surprised everyone by bringing good and good smartphones with sophisticated features to the market.  There are over 1000 service centers of this company.
Infinix is ​​going to launch an attractive new smartphone Infinix Smart 4 Plus in the Indian market on July 21, which will be available only from Filpkart.com.
As far as we know, this phone will have a huge battery of 6000 mAh, along with a huge display of 6.82 "HD plus. The handsome polycarbonate body will have a fingerprint sensor on the back, and three of 13Mp, 2Mp and 2Mp (probably).  The camera comes with a flash, a 1.8GHz MediaTek Helio A25 processor and an 8Mp U-Seap selfie camera, but the chances of having a fast charger with the phone are slim.  While these three variants are rumored to be available in the Indian market, the initial 3GB + 32GB variant is likely to be available, which is expected to be available on Flipkart at Rs 6,999 to Rs 7,999.

And if you want to know more about any  mobile, you must comment below.
Reading Time:

১৭ জুলাই ২০২০

JIO 5G : খুব শীঘ্রই জিও আনতে চলেছে 5G পরিষেবা
জুলাই ১৭, ২০২০0 Comments
ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত

কিছুদিন আগেই ভারতবর্ষের অগ্রণী টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এর সাথে গাঁটছড়া বাঁধলো পৃথিবী বিখ্যাত প্রসেসর ও চিপসেট প্রস্তুতকারক সংস্থা কোয়ালকম।এই সংস্থাটি ৭৩০কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে জিও র প্রায় ০.১৫ শতাংশ শেয়ার ক্রয় করেছে।এখানে উল্লেখযোগ্য বিষয় এটাই, গত ২২শে এপ্রিল থেকে তেরো টি সংস্থা রিলায়েন্স জিওতে প্রায় ১লক্ষ ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে।
ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত

খবরে প্রকাশ,কোয়ালকমের ও গুগুলের সাথে জোট বেঁধে জিও খুব শীঘ্রই 5G পরিষেবা আনতে চলেছে।সেই সঙ্গে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে 5G মোবাইল,এবং নানাবিধ IOT ডিভাইস ও বাজারে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে jio সূত্রে খবর। 

বছরখানেক আগে স্বল্পমূল্যে 4G মোবাইল পরিষেবা নিয়ে এসে টেলিকম দুনিয়ায় বিপ্লব ঘটিয়েদিয়েছিল মুকেশ আম্বানির সংস্থা,এখন দেখার Jio এর হাত ধরে ভারতবর্ষে কত তাড়াতাড়ি 5G বিল্পব শুরু হয়।



In English :

Qualcomm, the world's leading processor and chipset maker, recently tied the knot with Reliance Jio, India's leading telecom company.The company has bought about 0.15 per cent stake in Jio through an investment of Rs 630 crore. It is worth mentioning here that since April 22, thirteen companies have invested around Rs 120,000 crore in Reliance Jio.

According to the news, Jio is going to bring 5G service soon by teaming up with Qualcomm and Google. At the same time, plans have been taken to bring 5G mobiles and various IoT devices within the reach of common people, according to jio sources.

 Mukesh Ambani's company revolutionized the telecom world a year ago with low-cost 4G mobile services, now let's see how quickly the 5G revolution started in India with Jio.
Reading Time: